রবিবার:: ২০/০৮/২০১৭
পবিত্র ঈদুল আজহার সময় পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। কোরবানির গরুর চামড়া প্রতি বর্গফুট ঢাকার ভেতরে ৫০ থেকে ৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪০ থেকে ৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া খাসি ও ভেড়ার ক্ষেত্রে প্রতি বর্গফুটের দাম হবে ২০ থেকে ২২ টাকা। আর বকরির চামড়ার দাম হবে প্রতি বর্গফুট ১৫ থেকে ১৭ টাকা। আজ বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কোরবানির পশুর চামড়ার দর সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।