৭ আগস্ট ২০১৭
ইংল্যান্ডের জস বাটলার। গত বছর ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সময় দ্বিতীয় ওয়ানডেতে বাটলারের আউট উদযাপন নিয়ে তুলকালাম হয়েছিল। পরে মাশরাফিদের দিকে তেড়ে গিয়েছিলেন বাটলার। অভিযোগও করেছিলেন। মাশরাফি-সাব্বিরকে সাজা পেতে হয়েছিল। সেই জস বাটলার আসন্ন বিপিএলে খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ানসে। বিপিএলের আসন্ন পঞ্চম আসরে বাটলারের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, এবার পুরো আসর জুড়েই খেলবেন বাটলার।