কিশোর গ্যাংয়ের ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব

চাঁপাইনববাগঞ্জ জেলার সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের উপরধুমি হায়াতপুর গ্রামের একটি আমবাগানে গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা কিশোর গ্যাংয়ের সদস্য বলে র‌্যাব জানিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ এ তথ্য জানায়।
র‌্যাব জানায়, র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল উপরধুমি হায়াতপুর গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। এসময় ১টি প্লাস্টিকের হাতলযুক্ত ক্ষুর, স্টিলের হাতলযুক্ত ১টি ফোল্ডিং চাকু, কাগজে মোড়ানো ৩ পুরিয়া গাঁজা, গাঁজা সেবনের উপকরণসহ মো. ওয়াদুদ (২৪), মো. জাহিদ হাসান (১৯), মো. বুলবুল আহম্মেদ (২১) ও মো. আবু তালেব (১৯) নামের চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা কিশোর গ্যাংয়ের সদস্য। এ ব্যাপারে জেলার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। কিশোর গ্যাংয়ের সদস্যদের ধরতে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে র‌্যাব ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top