কিশোর কিশোরীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বৃহস্পতিবার :: ২২.০৩.১৮

শান্তি সম্প্রীতি ও সহনশীলতা স্থাপনে কিশোর কিশোরীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া বিএল উচ্চ বিদ্যালয়ে পীস প্রকল্পের আওতায় ও বেসরকারি সংস্থা রুপান্তরের সহাযোগীতায় জেলার উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এইসব কর্মসূচির আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামূল হক। আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আব্দুল আলীম, আক্তারুল ইসলাম, পীস প্রকল্পের সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল বারী, উপজেলা ফিল্ড অফিসার সেলিম রেজা, জহুরুল হকসহ অন্যান্যরা। সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে ছিলো চিত্রাংকন প্রতিযোগীতা, বইপড়া, দেশগান, লোকগান, নাটক, সৃজনশীল প্রতিযোগীতা ও বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …