
আগামী ১০ অক্টোবরের মধ্যে দিল্লিতে অবস্থানরত ৪১ জন কানাডিয়ান কূটনীতিককে দেশে ফেরত নিতে বলেছে ভারত। ফিন্যান্সিয়াল টাইমসের বরাতে এই খবর জানিয়েছে রয়টার্স। কানাডিয়ান নাগরিক হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারতীয় সরকারের এজেন্টদের ভূমিকা নিয়ে ভারত ও কানাডা সম্পর্ক গুরুতরভাবে উত্তপ্ত হয়ে উঠেছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ফিন্যান্সিয়াল টাইমস জানায়, ১০ অক্টোবরের মধ্যে ওই ৪১ কানাডিয়ান ভারত না ছাড়লে তাদের কূটনৈতিক সুবিধা বাতিল করা হবে। সংবাদপত্রটি বলেছে, ভারতে কানাডার ৬২ কূটনীতিক কাজ করেন এবং ভারত এই সংখ্যা ৪১ জনে কমিয়ে আনার দাবি জানিয়েছিলো।