কানসাট প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বিদায় সংবর্ধনা

মঙ্গলবার :: ২৭.০৩.২০১৮

শিবগঞ্জ উপজেলার ৩৮ নং কানসাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসরের যাওয়া প্রধান শিক্ষকমেলিনা খাতুনকে বিদায়ী সংবর্ধণা দেয়া হয়েছে। কানসাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে আজ দুপুরে বিদ্যালয় চত্বরে ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনাউল ইসলাম, কানসাট সোলেমান ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ফারুক আহমেদ, কানসাট প্রাথমিক বিদ্যায়লের অবসরপ্রাপ্ত শিক্ষক সেতাউর রহমান, কানসাট ইউপি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা খাতুনসহ অন্যরা। উল্লেখ্য, চলতি মাসের ৮ তারিখে প্রধান শিক্ষক মেলিনা খাতুন অবসরে যান।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …