কানসাটে মোজাফ্ফর-নাহিদ স্মৃতি দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফলাফল।

মঙ্গলবার::১৭.০১.২০১৭
শিবগঞ্জ উপজেলাধীন কানসাট ইউপির গোপালনগর যুব সংঘের সহযোগিতায় এবং কানসাট ক্লাবের ব্যবস্থাপনায় করিম বক্স হাফেজিয়া মাদ্রাসা মাঠে মোজাফ্ফর-নাহিদ স্মৃতি দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট গতরাতে কোয়ার্টার ফাইনাল খেলায় আরকে ফ্যাশন ৪৫ বাই ২৯ পয়েন্টে পিসিবিকে, শাপলা ৪৫ বাই ২৭ পয়েন্টে সুমন পান ঘরকে, ডব্লিউসেভেন ৩৫ বাই ৩২ পয়েন্টে প্রগতি সংঘকে, নাইমুল ৪৫ বাই ৪১ পয়েন্টে জিরো জিরো সেভেনকে পরাজিত করে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …