মঙ্গলবার ঃঃ ১১.০৭.২০১৭
শিবগঞ্জ উপজেলার কানসাট বাজার থেকে ২৫০ বোতল ফেনসিডিলসহ এক ট্রাক মালিক ও ব্যবসায়ীকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। আটককৃত ট্রাক মালিক শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের কাঠগড় গ্রামের মীর আঞ্জুর আলী বুদ্ধুর ছেলে গোলাম মোস্তফা হেলাল। এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব জানান, গতকাল দিবাগত রাতে এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে কানসাট বাজারে ঢাকা একটি ট্রাকের কেবিন থেকে ঐসব ফেন্সিডিল সহ ট্রাক, ট্রাক মালিক ও মাদক ব্যবসায়ী গোলাম মোস্তফা হেলালকে আটক করে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনী মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …