কাঠমান্ডুতে হতাহতের ঘটনায় সারা দেশে রাষ্ট্রীয় শোক পালিত

বৃহস্পতিবার :: ১৫.০৩.২০১৮

নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ সারা দেশে পালিত হচ্ছে এক দিনের রাষ্ট্রীয় শোক। আজ দেশের সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে, ধারণ করা হয়েছে কালো ব্যাজ। এ ছাড়া আগামীকাল মসজিদ-মন্দিরসহ সব ধর্মীয় প্রতিষ্ঠান এবং উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা করা হবে। এর মধ্য দিয়ে নিহত ব্যক্তিদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাবে গোটা জাতি। এ বিষয়ে গতকাল মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম স্বাক্ষরিত রাষ্ট্রীয় শোক পালনের প্রজ্ঞাপন জারি হয়। এঘটনায় নিহতদের স্মরণ ও শ্রদ্ধা জানিয়ে অন্যান্য স্থানের মত চাঁপাইনবাবগঞ্জেও শোক পালন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপার কার্যালয়, উপজেলা পরিষদ, পৌর সভাসহ নিহতদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জের সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বুকে ধারণ করা হয় কালো ব্যাজ।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …