মঙ্গলবার :: ১৭.১০.২০১৭
ব্রাজিলের ফুটবলে রিকার্ডো কাকা নামটি লিজেন্ডদের তালিকায়ই লেখা থাকবে। ২০০২ সালে বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের অন্যতম সদস্য তিনি। ২০০৭ সালে জিতেন ডি’অর পুরস্কার। গতকাল মেজর লিগ সকারের ক্লাব অরল্যান্ডো সিটির হয়ে শেষবারের মতো খেলতে নেমেছিলেন কাকা। আবেগঘন পরিবেশে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিয়েছেন ৩৫ বছর বয়সী এই ব্রাজিলিয়ান। ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের হয়ে ২০০২ থেকে ২০১৬ পর্যন্ত খেলেছেন কাকা। সেলেসাওদের হয়ে ৯২ ম্যাচ খেলে গোল করেছেন ২৯টি। পেশাদার ক্যারিয়ারের সোনালী সময়টা কাটিয়েছেন ইতালির ক্লাব এসি মিলানের হয়ে। ক্লাব ক্যারিয়ারে ৬৪৬ ম্যাচ খেলে কাকা গোল করেছেন ২০৬টি।