কলকাতা-বেনাপোল-খুলনা রুটে বাস ও রেল সার্ভিস উদ্বোধন।

শনিবার ঃঃ ০৮.০৪.২০১৭
চারদিনের সফরে ভারতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে যোগাযোগ খাতেও দুই দেশের সম্পর্ক আরো এক ধাপ এগিয়ে গেল। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বেনাপোল-খুলনা- কোলকাতার মধ্যে আন্তঃদেশীয় রেল ও বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউজে ফিতা কেটে মৈত্রী ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধনী অনুষ্ঠানে বেনাপোল রেলস্টেশনে ভিডিও কনফারেন্স স্থলে উপস্থিত ছিলেন, রেলমন্ত্রী মুজিবুল হক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দসহ অন্যান্যরা।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …