কলকাকলিতে মুখরিত কালেক্টরেট শিশুপার্ক

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের ‘কালেক্টরেট শিশুপার্ক’টি চালুর পর থেকে প্রতিদিন বিকেলে শিশুদের কলকাকলিতে মুখরিত থাকছে। বিশেষ করে ছুটির দিন বিকেলে বিনোদনপ্রেমী অভিভাবকরা শিশুদের পার্কে এনে ভেতরে স্থাপিত বিভিন্ন বন্যপ্রাণীর প্রতিকৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। শিশুরা রাইডগুলো ব্যবহার করে বিনোদন উপভোগ করছে। পার্কের মধ্যবর্তী স্থানে একটি সুন্দর বড় ঝরনা, একদিকের প্রবেশ মুখে স্টাচু অব লিবার্টি, গরিলা, ড্রাগন, ডাইনোসর, বড় হাতি, ছোট হাতি, আমের প্রতিকৃতি এবং অন্যদিকের প্রবেশ মুখে বিভিন্ন ধরনের পাখি। এছাড়াও বিভিন্ন জায়গায় বাঘ, জিরাপ, ঘোড়া, হরিণ, পক্সক্ষীরাজ, ক্যাঙ্গারু, মটু-পাতলু, মিকি, খরগোস, ময়ুর, হাঁস, দোয়েল, কবুতরসহ আরো অংসখ্য প্রাণির প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। সেই সঙ্গে রয়েছে বিভিন্ন রাইড। পার্ক ঘুরে ক্লান্ত মনকে জুড়িয়ে নিতে বসবার আসনগুলোও করা হয়েছে দৃষ্টিনন্দনভাবে। বর্তমানে পার্কের প্রবেশ মুখে নির্মাণ করা হচ্ছে গ্রাম বাংলার গরুগাড়ি। দুটি গরু একটি গাড়ি টেনে নিয়ে যাচ্ছে। অবিকল গ্রাম বাংলার সেই পুরনো দিনের দৃশ্য। এদিকে মানুষের আনাগোনা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে পার্কসংলগ্ন স্থানে বসছে ফুচকাসহ বিভিন্ন ধরনের খাবার দোকান। সেই সঙ্গে শিশুদের খেলনা তো থাকছেই। তবে রাস্তাটি সরু হওয়ায় বিকেলে হালকা যানজটও হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top