০৪.০২.২০২০ মঙ্গলবার।।
চীনে ধীরে ধীরে মহামারী রূপ নিচ্ছে মরণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাসে গতকাল পর্যন্ত ৪২৫ জনের মৃত্যু হয়েছে বলে চীনা কর্তৃপক্ষ জানিয়েছেন। আক্রান্ত হয়েছে কমপক্ষে ২০ হাজার। এদিকে, চীন শাসিত অঞ্চল তাইওয়ানে নতুন করোনাভাইরাসের চেয়ে বেশি আতঙ্ক সৃষ্টি করেছে সোয়াইন ফ্লু। গত ৩ মাসে দেশটিতে এইচ১এন১ ভাইরাসের সংক্রমণে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। তাইওয়ান রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের (সিডিসি) বরাত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়, তাইওয়ানে এ পর্যন্ত ১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেও কারো মৃত্যু হয়নি। অন্যদিকে অঞ্চলটিতে গত ৩ মাসে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে।