কমেছে দেশী মুরগির দাম নেই কাঁচামরিচের ঝাঁজ

চাঁপাইনবাবগঞ্জে কমেছে দেশী মুরগির দাম। নেই কাঁচামরিচের ঝাঁজও। তরিতরকরি নাগালের মধ্যেই পাওয়া যাচ্ছে। জেলাশহরের নিউ মার্কেট মুরগিপট্টি, সবজিপট্টির বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে। মুরগি বিক্রেতা আমিনুল ইসলাম আজ বিকেলে জানান, পোল্ট্রি মুরগি সাইজ ভেদে প্রতি কেজি ১৯০ টাকা থেকে ২০০ টাকা, সোনালি ২৫০ টাকা, দেশী ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আব্দুর রহমান নামের আরেক বিক্রেতা জানান, প্যারেন্স ২৫০ টাকা থেকে ২৬০ টাকা, সাদা লেয়ার ২৬০ টাকা, লাল লেয়ার ৩২০ টাকা, পাতি হাঁস প্রতি কেজি ৪০০ টাকা এবং রাজহাঁস বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজি দরে। অন্যদিকে সবজি বিক্রেতারা জানান, বড় আলু প্রতি কেজি ৩৫-৩৬ টাকা, লাল আলু ৪৮-৫০ টাকা, কচু ৬০ টাকা, বেগুন ৩০-৩৫টাকা, পটোল ২০ টাকা, ঝিঙ্গা ৫০ টাকা, করলা ৬০ টাকা, ঢেঁড়শ ৩০ টাকা, লাউ প্রতিটি ৩০ টাকা, কাঁচকলা ৩৫ টাকা, লাল শাক প্রতি আঁটি ১০ টাকা এবং কাঁচমরিচ বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top