
সরকারের সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও আওয়ামী লীগের বর্তমান নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর পিছিয়ে পড়া জনগণের জন্য কমিউনিটি রেডিগুলো গুরুপূর্ণ ভূমিকা রাখছে। রেডিওগুলো তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করেছে। উপকূলীয় অঞ্চলসহ চরাঞ্চল বা যেখানে পত্রপত্রিকা কিংবা টেলিভিশন নেই সে সব এলাকার মানুষ কমিউনিটি রেডিওর মাধ্যমে তথ্য পাচ্ছে। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়ার পর থেকেই সার্বক্ষণিক সতর্কবার্তা ও প্রয়োজনীয় নির্দেশনা প্রচার করেছে কমিউনিটি রেডিওগুলো।
আবহাওয়া বার্তার সঙ্গে প্রয়োজনীয় স্বাস্থ্য বার্তাও প্রচার করা হয়। প্রচার করা হয়েছে স্থানীয় প্রশাসনের নির্দেশনাও। ফলে মানুষ সময়মতো প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপদ আশ্রয় গ্রহণ করতে পেরেছেন। বেঁচে গেছে অনেক মানুষের প্রাণ, কমেছে সম্পদের ক্ষতি। করোনা মহামারির সময়ে তথ্য সম্প্রচার করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দেশের কমিনিটি রেডিওগুলো। এর পাশাপাশি সরকারের বিভিন্ন ধরনের সেবাগুলো জনসাধারনের কাছে পৌঁছে দিচ্ছে। কমিউনিটি রেডিও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারও পছন্দের একটি গণমাধ্যম।
বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম এর এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কবির বিন আনোয়ার সরকারের এটুআই এর দায়িত্ব পালনের সময় কমিউনিটি রেডিওগুলোর কার্যক্রম মূল্যায়ন করতেন। বিভিন্ন ধরনের পরামর্শ দিতেন। বর্তমানে তিনি দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। যে জেলায় কমিউনিটি রেডিও আছে সেসব রেডিওতে যাচ্ছেন এবং খোঁজ খবর নিচ্ছেন। এসময় তিনি সরকারের উন্নয়ন কর্মকা- রেডিওর মাধ্যমে তুলে ধরার আহ্বান জানান।
তিনি বিকেলে জেলা শহরের বেলেপুকুরে রেডিও মহানন্দায় সস্ত্রীক আসেন এবং হাসিব হোসেনের সঞ্চালনায় একটি অনুষ্ঠানে যোগ দেন। পরে তিনি প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহযোগী সংগঠন প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিউটের শিল্পীদের গম্ভীরাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
এসময় তাঁর সহধর্মিণী তৌফিকা আহমেদ, রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।