কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল।

বুধবার ঃঃ ০৭.০৬.২০১৭
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সদর মডেল থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম। সদর মডেল থানার ওসি সাবের রেজা আহমেদের সভাপতিতে,¡ অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, এসআই মাকসুদুর রহমান, ভারপ্রাপ্ত সদর উপজেলা চেয়ারম্যান মহসিন আলী, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার উদ্দিন শামীমসহ অন্যান্যরা। এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, ওয়ারেছ আলী মিঞা, গোমস্তাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাইনুল ইসলাম। শেষে দোয়া পরিচালনা করেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন। এতে সদর উপজেলার বিভিন্ন ইউনিযন পরিষদ চেয়ারম্যানগণ অংশগ্রহণ করেন।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …