রবিবার :: ০৮.০৪.২০১৮
কমনওয়েলথ গেমসের পর্দা উঠেছে গত ৪ এপ্রিল। আজ পঞ্চম দিনে এসে প্রথম পদকের দেখা পেল বাংলাদেশ। শ্যুটার আব্দুল্লাহ হেল বাকি ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য পদক এনে দিয়েছেন বাংলাদেশকে। আশা জাগিয়েও স্বর্ণ জিততে পারেননি তিনি। দশমিক তিন পয়েন্ট কম স্কোর করায় স্বর্ণ পদক হাতছাড়া করেন তিনি। তবে রৌপ্য জিতেও পদক তালিকার বাইরে থাকা বাংলাদেশকে তালিকায় স্থান করে দিয়েছেন তিনি। ৭১ দেশের মধ্যে ১টি রৌপ্য নিয়ে বাংলাদেশ এখন পদক তালিকায় ১৩তম স্থানে অবস্থান করছে। ২০১৪ সালে গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসেও রৌপ্য জিতেছিলেন তিনি। নিজের পদক অক্ষুন্ন রাখলেন এই শ্যুটার।