রবিবার ০৫.০৩.২০১৭
চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সফরে আরও দুটি বাড়তি টি-২০ ম্যাচ খেলবে পাকিস্তান। নির্ধারিত সূচি অনুযায়ী পাকিস্তানের এই সফরে দুটি টি-২০, তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট ম্যাচ খেলার কথা ছিল। আগামী ৩১ মার্চ থেকে ত্রিনিদাদ ও টোবাগোতে টি-২০ সিরিজ দিয়ে সফর শুরু হবে। নতুন সূচি অনুযায়ী পাকিস্তান ২৬ মার্চ বার্বাডোজে প্রথম টি-২০ ও ৩০ মার্চ ত্রিনিদাদে দ্বিতীয় টি-২০ ম্যাচ খেলবে। এর ফলে ১ এপ্রিল থেকে আগের সূচি অনুযায়ী সিরিজের বাকি ম্যাচগুলো চলবে।