ওয়ার্নার-ভুবনেশ্বর দাপটে হায়দ্রাবাদের জয়।

বুধবার ঃঃ ১৯.০৪.২০১৭
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল ১৯তম ম্যাচে দুরন্ত জয় তুলে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ব্যাট হাতে ঝড় তোলেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। আগুনে বোলিংয়ে পাঞ্জাবকে পুড়িয়ে ছারখার করে দিলেন ভুবনেশ্বর কুমার। গ্লেন ম্যাক্সওয়েলের দলকে ৫ রানে হারিয়ে ঘরের মাঠে ফের নতুন সূর্যোদয় হায়দ্রাবাদের। তবে এ ম্যাচের একাদশেও জায়গা হয়নি বাংলাদেশের কাটার মাস্টার খ্যাত পেসার মুস্তাফিজুর রহমানের। টসে জিতে উপ্পলের উইকেটে আগে বল করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। প্রথমে ব্যাট করে হায়দ্রাবাদ ৬ উইকেটে ১শ’ ৫৯ রান সংগ্রহ করে। যার জবাবে ব্যাট করতে নেমে ১শ’ ৫৪ রানে ইনিংস গুটায় পাঞ্জাবের।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …