ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মঙ্গলবার :: ১৭.০৪.২০১৮
ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে নবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনার চত্বরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ দাউদ হোসেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইকবাল হোসেন, মুক্তিযোদ্ধা ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন। এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হায়াৎ মোহাম্মদ রহমতুল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাহমুদুল হাসান বলেন, স্বাধীনতার অন্যতম গুরুত্বপূর্ণ একটি অদ্যায় হল মুজিবনগর সরকার। আর বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণেই স্বাধীনতার বীজ নিহিত ছিল। বঙ্গবন্ধুর সঠিক সিদ্ধানেই গঠিত হয় মুজিবনগর সরকার এবং সেই সরকার গঠন ছিল সম্পূর্ণ বৈধ। কারণ এটি ১৯৭০ সালের নির্বাচনের উপর ভিক্তি করেই গঠন করা হয়েছিল। যার পুরো স্বাধীনতা যুদ্ধই ছিল একটি অসাধারন ধারাবাহিক গল্প। যেটি ছিল তৎকালীন মুজিবনগর সরকারের সঠিক পরিকল্পনা ও দিক নির্দেশনার ফসল। তৎকালীন মুজিবনগর সরকার গঠনের উদ্দেশ্য ছিল বাংলাদেশ স্বাধীন এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসেবে গড়ে তোলা। আর সেই অসম্পূর্ণ কাজটি সম্পূর্ণ করতে দায়িত্ব নিতে হবে তরুণ প্রজন্মকেই। আলোচনা সভা শেষে বিভন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …