এ বছর রেকর্ড ৭.৬৫ শতাংশ প্রবৃদ্ধির আশা

মঙ্গলবার :: ০৩.০৪.২০১৮

চলতি ২০১৭-১৮ অর্থবছর শেষে জিডিপির প্রবৃদ্ধি বাজেটের প্রত্যাশা ছাড়িয়ে রেকর্ড ৭.৬৫ শতাংশ হবে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। যেখানে চলতি অর্থবছরের জন্য জিডিপির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৭.৪ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম নয় মাসের তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রবৃদ্ধির এই হিসাব করেছে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে এ তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এছাড়া, চলতি অর্থবছর শেষে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে ১,৭৫২ ডলার হবে বলে প্রাক্কলন করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। গত অর্থবছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ছিল ১,৬১০ মার্কিন ডলার।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …