এ প্রজন্মের হাতে প্রযুক্তি তুলে দিতে হবে বলেছেন, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী।

শুক্রবার ঃঃ ০৩.০২.২০১৭

 

প্রযুক্তি বান্ধব হতে হলে এ প্রজন্মের হাতে প্রযুক্তি তুলে দিতে হবে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিআইসিসি আজ দুপুরে মাইক্রোসফট বাংলাদেশের আয়োজনে বেসিস সফট এক্সপো-২০১৭ তে ‘কোডিং ফর কিডস’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, এ প্রজন্ম প্রযুক্তি নির্ভর প্রজন্ম। নতুন প্রজন্মের প্রযুক্তির প্রতি এ আকর্ষণ ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে এবং তাদের সাইবার স্পেসে বিচরণ করতে হবে। এ প্রজন্মের কাছে এখন কম্পিউটার ও মোবাইলের মত হাতিয়ার রয়েছে। কিন্তু এগুলো ব্যবহার করতে হবে ইতিবাচকভাবে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …