এসি ২৫ ডিগ্রি সেলসিয়াসে রাখার নির্দেশ সরকারের।

বুধবার ঃঃ ০৫.০৭.২০১৭
বিদ্যুতের অপচয় রোধ এবং সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতে সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ঊর্ধ্ব তাপমাত্রায় শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছে সরকার। সরকারি এক তথ্য বিবরণীতে আজ এ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, বিদ্যুতের অপচয় রোধ এবং সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতে সকল সরকারি, বেসকারি প্রতিষ্ঠানে স্থাপিত শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র ২৪ ডিগ্রি সেলসিয়াস বা তার ঊর্ধ্ব তাপমাত্রায় ব্যবহারের জন্য ২০০৯ সালের ২৪ আগস্ট মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ‘বিদ্যুৎ বিভাগ সিদ্ধান্ত সংশ্লিষ্ট সকলকে অবহিত করে এবং সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ঊর্ধ্ব তাপমাত্রায় শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র ব্যবহারের অনুরোধ জানায়।’ তথ্য বিবরণীতে বলা হয়, সম্প্রতি কোন কোন দফতরে এ নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছে না বলে মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত পালন করার জন্য আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …