সোমবার::৩০.০১.১৭
ভোলাহাটেও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় বরণ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলার রামেশ্বর পাইলট মডেল ইন্সটিটিউশন ও নেকজান বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে রামেশ্বর বিদ্যালয় প্রাঙ্গণে ভোলাহাট কলেজের অধ্যক্ষ মাসুদরানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, সাবেক প্রধান শিক্ষক হেরাস উদ্দিন মিয়া, ইউপি চেয়ারম্যান আল: ইয়াজদানী জজ সহ অন্যান্যারা। অপরদিকে নেকজান বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক মোস্তারী বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শারমিন ইয়াসমিন।
এদিকে শিবগঞ্জের চৈতন্যপুর উচ্চ বিদ্যালয়ে বিদায়, নবীন বরণ ও উদ্দীপনা পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চৈতন্যপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ১৪নং ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ক.ম তাবারিয়া চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোজাম্মেল হক। পরে জে.এস.সি ও এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের অর্থ ও নবীনদের কলম দিয়ে বরণ করেন এবং উদ্দীপনা পুরস্কার প্রদান করা হয়।