শুক্রবার :: ২৬.০১.২০১৮
আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আজ থেকে দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। এছাড়া পরীক্ষা চলাকালে সীমিত সময়ের জন্য ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখা যায় কি না, এ বিষয়ে দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রশ্ন ফাঁস ঠেকাতে এ বছর প্রথমবারের মত সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা ২০১৮ সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে গতকাল দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় মনিটরিং কমিটির সভায় শিক্ষামন্ত্রী নুর”ল ইসলাম নাহিদ সাংবাদিকদের এসব কথা বলেন।