এশিয়ান গেমসের জন্য নারী দল ঘোষণা

আগামী ২৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়ান গেমস। এবারের আসর আয়োজিত হবে চীনের হাংজুতে।৪৫ দেশের অংশগ্রহণে এ আসরটি শেষ হবে আগামী ৮ অক্টোবর। যেখানে প্রথমবারের মতো অংশগ্রহণ করছে বাংলাদেশ নারী ফুটবল দল। আসরটি খেলতে ২২ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ মঙ্গলবার বিকালে এশিয়ান গেমসের জন্য ২২ সদস্যের দল ঘোষণা করে বাফুফে। সেখানে সর্বশেষ ঘরের মাটিতে নেপালের বিপক্ষে খেলা দল থেকে বাদ পড়েছেন ফরোয়ার্ড আকলিমা খাতুন ও মিডফিল্ডার সোহাগী কিসকু। বাংলাদেশ দল: গোলরক্ষক: রুপনা চাকমা, সাথী বিশ্বাস, স্বর্ণা রানী মন্ডল। রক্ষণভাগ: নিলুফা ইয়াসমিন নীলা, শিউলি আজিম, আনাই মোগিনি, শামসুরন্নাহার (সিনিয়র), মাসুরা পারভীন, আফিদা খন্দকার, সুরমা জান্নাত।   মধ্যমাঠ: ঋতুপর্ণা চাকমা, শামসুরন্নাহার (জুনিয়র), স্বপ্না রানী, মনিকা চাকমা, মারিয়া মান্ডা।   আক্রমণভাগ: মার্জিয়া, সানজিদা আক্তার, কৃষ্ণা রানী সরকার, তহুরা খাতুন, সাবিনা খাতুন, শাহেদা আক্তার রিপা, সুমাইয়া মাতসুশিমা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top