শনিবার::১১.০২.২০১৭
জেলা সদরের এম.এম. হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে অনুষ্ঠানের প্রথম পর্বে দৌড়, দীর্ঘ লম্ফন, ব্যালান্স দৌড়, মোরগ লড়াই, ব্যাডমিন্টন, ব্রতচারিনী ইত্যাদি অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে শুরু হয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিশেনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও গম্ভীরা। স্কুল প্রতিষ্ঠাতা, বিশিষ্ট্য শিল্পপতি ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুুপার টি.এম.মোজাহিদুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মসিউল করিম। প্রিন্সিপাল এ.কে.এম জোবায়ের হাসিবসহ অনুষ্ঠানে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে বিভিন্ন খেলায় বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কার ও ২০১৬ সালে পিএসসি ও জেএসসিতে জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়।