রবিবার::০৫.০২.২০১৭
মিলিনিয়াম ডেভলপমেন্ট গোল এর অধিকাংশ লক্ষ্যমাত্রা বাংলাদেশ অর্জন করেছে এবং ২০৩০ সাল পর্যন্ত নেওয়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বাংলাদেশসহ ই-নাইন ভুক্ত দেশগুলোর পরিকল্পনা প্রণয়ন করা উচিত বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে রাজধানীর হোটেল রেডিসন ই-নাইন ফোরামের ১১তম বৈঠকের উদ্বোধন ঘোষণা করার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, টেকসই উন্নয়নের জন্য, ‘২০৩০ এজেন্ডা’ বাস্তবায়নের জন্য এই ই-নাইন বড় ভূমিকা রাখবে। এ সময় তিনি বলেন, এমডিজি’র অধিকাংশ লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। জেন্ডার সমতা ও প্রাইমারি স্কুলে নিবন্ধন করার ক্ষেত্রে উল্লেখযোগ্য সফলতা অর্জিত হয়েছে।