
গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে ২ শতাধিক মানুষকে বন্দি করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিয়ে যায় সেখানকার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। ইসরায়েল এখন পর্যন্ত ২২৯ জিম্মি হামাসের হাতে বন্দি থাকার তথ্য প্রকাশ করেছে। এরই মধ্যে দুই দফায় কয়েকজনকে মুক্তিও দিয়েছে হামাস। তবে বাকি জিম্মিদের ছেড়ে দেয়ার আগে ইসরায়েলকে শর্ত দিয়েছে ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠীটি। সেটি হলো- যুদ্ধবিরতি না হলে আর একজন বন্দিও মুক্তি দেওয়া হবে না। রাশিয়া সফররত হামাসের একজন নেতা এই ঘোষণা দিয়েছেন। রুশ পত্রিকা ‘কমার্স্যান্ট’ এর বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া সফররত হামাস নেতা আবু হামিদ ঘোষণা দিয়ে বলেছেন, জিম্মিদের একত্র করতে সময় দরকার। যুদ্ধ চলতে থাকলে তা সম্ভব নয়।