এবারে শোক সংবাদ

বুধবারঃ ০৯.০৮.২০১৭

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের সাবেক কমা-ার ও সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আফতাব উদ্দিনের ছেলে গোলাম রাব্বানী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজেউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। আজ সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার খালঘাট সেন্ট্রাল ঈদগাহে নামাজে জানাজা শেষে খালঘাট গোরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য আব্দুল ওদুদ, জেলা মুক্তিযোদ্ধা কমা-ার সিরাজুল হক, পৌর মেয়র নজরুল ইসলামসহ অন্যান্যরা। মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যা ৭টায় তিনি ঢাকার একটি হোটেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি মৃত্যুকালে স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …