এবারে শোকসংবাদ

বৃহস্পতিবার :: ২২.০৩.১৮

শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ভান্ডারের মৃত নুরুল ইসলামের ছেলে ও ৭১-এর বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মঞ্জুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ সকাল ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৭১ সালে ৭ নং সেকক্টরের সাব-সেক্টর মহদিপুর অন্তর্গত ৫নং প্লাটুনের চালি কোম্পানীর সহকারী কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন তিনি। এদিকে তার মৃত্যুর সংবাদ পেয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম সমবেদনা জানান এবং তার রূহের আত্মার মাগফিরাত কামনা করেন। আজ বিকেল ৫টায় পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যদায় দাফন হয়।

এদিকে, হরিমোহন গাবতলা নিবাসী ও বিশিষ্ট মোটর সাইকেল ব্যবসায়ী খুরশিদ আলম টিটু আর নেই। গতকাল দিবাগত রাত ১২ টা ১০ মিনিটে রাজশাহী মেডিকাল কলেজ হাসপাতালে হƒদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। আজ দুপুর ২ টায় ফকিরপাড়া ঈদগাঁ মাঠে ব্যবসায়ী খুরশিদ আলম টিটুর নামাজে জানাযা শেষে ফকিরপাড়া গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। খুরশিদ আলম টিটু রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা ও দৈনিক গৌড় বাংলার সম্পাদক হাসিব হোসেন এর চাচাতো বড় ভাই। তার মৃত্যুতে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …