মঙ্গলবার::০৯:০৫:২০১৭
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে স্বাগতিক আয়ারল্যান্ড। দলে নতুন মুখ সিমি সিং। ভারতে জন্ম নেওয়া এই ক্রিকেটার গেল মাসে আয়ারল্যান্ডের নাগরিকত্ব পেয়েছেন। আর এই মাসেই তিনি জাতীয় দলে খেলার সুযোগ পেলেন। জাতীয় দলে ডাক পাওয়ার আগে লেইনস্টের লাইটনিংয়ের হয়ে মাত্র ১টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন সিমি সিং। ওই ম্যাচে ব্যাট হাতে অপরাজিত ৭০ রানের ইনিংস খেলেছিলেন। ওই ইনিংসটিই তাকে জাতীয় দলের টিকিট পাইয়ে দিয়েছে। ১২ মে ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ড তাদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে। ১৪ মে খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর ১৯ মে বাংলাদেশ ও ২৪ মে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে তারা।