এবারে খেলাধুলা……

রবিবার::২১:০৫:২০১৭

স্প্যানিশ লা লিগার শেষ লড়াইয়ে আজ মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ মালাগা। বার্সেলোনা খেলবে এইবারের সঙ্গে। লা লিগার শিরোপার নিষ্পত্তি হচ্ছে আজকের ম্যাচে। পাঁচ বছর পর লা লিগার শিরোপা ঘরে তুলতে রিয়াল মাদ্রিদের প্রয়োজন ১ পয়েন্ট। মালাগার বিপক্ষে ড্র করলেই শিরোপা নিশ্চিত রিয়ালের। আজ জয় পেলে সেটা হবে বাড়তি পাওনা। তবে ক্রিস্টিয়ানো রোনালদো সাফ বলেছেন,‘ড্র করার জন্য মাঠে নামে না রিয়াল মাদ্রিদ। জয় দিয়েই লিগ শেষ করবে রিয়াল মাদ্রিদ।’

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …