শুক্রবার::১৯:০৫:২০১৭
মোস্তাফিজ-মাশরাফি-সানজামুলের দুর্দান্ত বোলিংয়ে আয়ারল্যান্ডকে ১৮১ রানে বেঁধে ফেলার পর সাবলিল ব্যাটিং এ সহজ জয় পেয়েছে বাংলাদেশ। ১৮১ রানে টার্গেটে ব্যাট করতে নেমে ২৭ ওভার ১বলেই ২উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায় বাংলাদেশ। সৌম্য সরকার অপরাজিত থাকেন ৮৭ রানে।
এর আগে দেখে শুনে ব্যাট করে টাইগার দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত সুচনা করে তারা। টস জিতে দুর্দান্ত বোলিংয়ে আয়ারল্যান্ডকে ১৮১ রানে আটকে ফেলে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে মোস্তাফিজ ৪টি, মাশরাফি ও সানজামুল ২টি করে উইকেট নেন। সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় দুই দল পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছিলো।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …