শুক্রবার ঃঃ ১০.০৩.২০১৭
চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট রাজনীতিবিদ এহসান আলী খাঁন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। আজ সন্ধ্যা ৬টায় ঢাকা সেন্ট্রাল হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। মরহুমের ছেলে অ্যাডভোকেট শাহনেওয়াজ খান পান্না জানান, গত ৬ মার্চ তাঁকে ঢাকা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হলে আজ চিকিৎসাধিন অবস্থায় তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ মেয়ে ও ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল চাঁপাইনবাবগঞ্জে মরহুমের দাফন সম্পন্ন হবে বলে তিনি জানান। তিনি দুইবার সংসদ সদস্য হিসেবে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেন।