সোমবার ঃঃ ০৩.০৪.২০১৭
চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আলতাফ হোসেন ভেলু মিয়া ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না এলাহী রাজিউন)। গতকাল বিকেলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ সকাল ৯টায় শহরের ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজার নামাজের পর মিস্ত্রীপাড়া গোরস্থানে তাঁকে দাফন করা হয়। সৈয়দ আলতাফ হোসেন ভেলু মিয়া চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের পাঁচবারের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মঞ্জুর হোসেনের বড় ভাই।