এবারে অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা

শুক্রবার :: ১৬.০৩.১৮

আগামীকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে, প্রধানমন্ত্রী সকাল ৭টায় ঢাকার ধানমন্ডির ৩২ নম্বর রোডের বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পন করবেন। এছাড়াও রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে পুস্পস্তবক অর্পণ, অনার গার্ড প্রদান, ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নিবেন। একই দিন সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্স, টুঙ্গিপাড়ায় আয়োজিত শিশু সমাবেশ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠানগুলো বাংলাদেশ বেতারের মাধ্যমে রিলে করে সম্প্রচার করবে রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম। এই উপলক্ষ্যে, আগামীকাল রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম এর সম্প্রচার কার্যক্রম বিকেল ৩ টার পরিবর্তে সকাল সাড়ে ৬ টায় শুরু হবে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …