সোমবার:: ১৪.০৮.২০১৭
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সকাল ৬টা ৩০ মিনিটে ঢাকার ধানমন্ডীর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক পুস্পস্তবক অর্পন, সশস্ত্র বাহিনী কর্তৃক অনার গার্ড প্রদান, মোনাজাত ও অনুষ্ঠান এবং সকাল ১০ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে ফাতেহা পাঠ, প্রধানমন্ত্রী কর্তৃক পুস্পস্তবক অর্পন, সশস্ত্র বাহিনী কর্তৃক অনার গার্ড প্রদান, মোনাজাত এবং সমাধিস্থলে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠান গুলোর ধারাবিবরণী বাংলাদেশ বেতারের মাধ্যমে রিলে করে সরাসরি সম্প্রচার করবে রেডিও মহানন্দা ৯৮.৮ এফ এম। এই উপলক্ষ্যে আগামীকাল রেডিও মহানন্দার সম্প্রচার কার্যক্রম বিকেল ৩ টার পরিবর্তে সকাল ৬টা ১৫ মিনিটে শুরু হবে।