এক সিনেমায় প্রসেনজিৎ-দেব-জিৎ

ভারতীয় বাংলা সিনেমার তিন তারকা অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি, জিৎ ও দেব। ‘মসলা’ ঘরানার সিনেমায় এখনো অভিনয় করছেন জিৎ। তবে সংসদ সদস্য দেব এ ধারা থেকে বেরিয়ে অন্য ধারার সিনেমায় নিজেকে আবিষ্কার করছেন। আর এই দুই ধারার মাঝে সমতা বজায় রেখে কাজ করে যাচ্ছেন প্রসেনজিৎ। অভিনয় ক্যারিয়ারে আলাদা আলাদাভাবে অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন প্রসেনজিৎ, দেব ও জিৎ। ‘দুই পৃথিবী’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন দেব-জিৎ। ‘জুলফিকার’ ও ‘কাছের মানুষ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন প্রসেনজিৎ ও দেব। কিন্তু এক সিনেমায় তাদেরকে একসঙ্গে দেখা যায়নি। এই তিন তারকাকে এক সিনেমায় কি দেখা যাবে না? এ প্রশ্ন তিন তারকার ভক্তদের। এবার জিতের কাছে ভক্তদের এ প্রশ্ন রেখেছিল ভারতীয় একটি সংবাদমাধ্যম। এ বিষয়ে জিৎ বলেন, ‘কিছু দিন আগে মুম্বাইগামী বিমানে বুম্বাদার (প্রসেনজিৎ) সঙ্গে দেখা, কথাও হলো। উনি এ রকম সিনেমার প্রস্তাব দিয়েছেন; আমার তো কোনো সমস্যা নেই।’ব্যাখ্যা করে জিৎ বলেন, ‘ক্যামিও নয়, সমান্তরাল চরিত্রে যদি তিনজনকে হাজির করা যায়, তা হলে সেটা সবচেয়ে ভালো। তিনজন একসঙ্গে কাজ করতে পারলে আমার তো ভালোই লাগবে। আমার মনে হয় দর্শকও সেটাই চাইবেন। এখন শুধু সঠিক গল্পের অপেক্ষায় রয়েছি।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top