একুশের চেতনা প্রজন্মের পর প্রজন্ম ছড়িয়ে দিতে হবে প্রতিমন্ত্রী তারানা হালিম।

বুধবার::২২.০২.২০১৭

 

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে একুশের চেতনা প্রজন্মের পর প্রজন্ম ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল দিল্লিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশাত্মবোধ থাকলে সকল বাধাকেই অতিক্রম করা যায়। এ জন্যে দেশাত্মবোধকে সর্বাগ্রে স্থান দিতে হবে, তারপর অন্যদেশের ভালো কিছু থাকলে সেটা গ্রহণ করতে হবে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …