বুধবার::২২.০২.২০১৭
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে একুশের চেতনা প্রজন্মের পর প্রজন্ম ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল দিল্লিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশাত্মবোধ থাকলে সকল বাধাকেই অতিক্রম করা যায়। এ জন্যে দেশাত্মবোধকে সর্বাগ্রে স্থান দিতে হবে, তারপর অন্যদেশের ভালো কিছু থাকলে সেটা গ্রহণ করতে হবে।