একটি শোক সংবাদ…….

মঙ্গলবার ঃঃ ০২.০৫.২০১৭
শিবগঞ্জ মহিলা ডিগ্রী ও শিবগঞ্জ ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সদস্য এবং শিবগঞ্জ পৌর এলাকার মাষ্টারপাড়া গ্রামের আলহাজ্ব অধ্যাপক মিরাতুল ইসলাম ইন্তেকাল করেছেন। (ইন্না লিন্নাহে অ ইন্না ইলাহির রাজেউন….) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগছিলেন এবং তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ তে ভর্তি থাকার পর গতকাল দুপুর দেড়টার দিকে তিনি ইন্তেকাল করেন। আজ সকাল সাড়ে ১০টায় শিবগঞ্জ সরকারী মডেল হাই স্কুল মাঠে জানাযা নামাজ শেষে জালমাছমারী পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হয়। ১৯৭১ সালে তিনি নওঁগা জেলার মান্দা উপজেলার চৌবাড়িয়া এলাকায় মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন। ব্যক্তি জীবনে তিনি শিবগঞ্জ কেন্দ্রিয় জামে মসজিদের, শিবগঞ্জ প্রবীন হিতৈষী সংঘের সভাপতি ছিলেন। সে সাথে তিনি বিভিন্ন সেবা মূলক কার্যক্রমে অংশগ্রহন ও সহযোগীতা করেছেন। তাঁর মৃত্যুতে শিবগঞ্জ প্রবীন হিতৈষী সংঘের সভাপতি আলহাজ আকবর হোসেন, শিবগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ব্রাইনীর ইসলাম, সাবেক এমপি মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা, শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন, পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামীম কবির হেলিম সহ অনেকে গভীর শোক প্রকাশ করেছেন।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …