সোমবার, ২০-০৩-১৭
সদর উপজেলা পর্যায়ের সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০১৭ এর ফলাফল ও সনদপত্র বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সদর উপজেলার স্বরপনগর শহীদ মোহর আলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার উদ্দিন শামীম। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিকুল ইসলামের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন, হরিপুর ১নং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল, আজাইপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবির, স্বরপনগর শহীদ মোহর আলী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌসীসহ অন্যান্যরা। অনুষ্ঠানে ১২ জন বিজয়ীদের সনদপ্রত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, জেলা পর্যায়ের সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা আগামী ২২ মার্চ নবাবগঞ্জ সরকারী বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।