উন্নয়নশীল দেশে উত্তোরণের যোগ্যতা অর্জন উপলক্ষে জেলায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

বৃহস্পতিবার :: ২২.০৩.১৮

স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তোরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করেছে চাঁপাইনবাবগঞ্জ। জেলা প্রশাসনের উদ্যোগে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এসে শেষ হয়।
আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, জেলা প্রশাসক মাহমুদুল হাসান, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলামসহ সরকারী-বেসরকারী অফিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংঠনের কর্মীবৃন্দ। এদিকে, হাসিব হোসেনের নেতৃত্বে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি, রেডিও মহানন্দা, দৈনিক গৌড় বাংলা, প্রয়াস হেলথ কেয়ার, প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট আনন্দ শোভা যাত্রায় অংশগ্রহণ করেন। সন্ধ্যায় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিকে এউপলক্ষে শিবগঞ্জ, নাচোল, ভোলাহাট ও গোমস্তাপুরেও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …