বৃহস্পতিবার :: ১৯.০৪.২০১৮
জেলা শহরের স্বরূপনগরে সিসিডিবি প্রশিক্ষণ কেন্দ্রে ডেভোলপ কাউন্টার ন্যারেটিভস অফ কাউন্টার ভায়োলেন্ট এক্সট্রিমিজম-উগ্রপন্থা সহিংসতা প্রতিরোধে পঠন উপকরণ পুস্তিকা বিষয়ে দিনব্যাপী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় পীস প্রকল্পের পরিচালক শাহাদাত হোসেন বাচ্চু, প্রকল্প সমন্বয়কারী মুহম্মদ আব্দুল বারীসহ মুসলিম, সনাতন ও খ্রিষ্টধর্মের ২০জন ধর্মীয় নেতা উপস্থিত ছিলেন। সভায় খ্রিষ্টধর্ম থেকে বক্তব্য দেন ফাদার প্যাট্্িরক গোমেজ, সিস্টার জ্যোতি, সনাতন ধর্মের মনোরঞ্জন ঠাকুর, ইসলাম ধর্মের মাওলানা হাবিবুর রহমান, ড. এমরান হোসেন, জাতীয় প্রশিক্ষিত ইমাম সমিতির সভাপতি মাওলানা আমিনুল ইসলাম। সভা সঞ্চালনা করেনপীস প্রকল্পের পরিচালক শাহাদাত হোসেন বাচ্চু। সভায় ধর্মীয় নেতারা শান্তি, সম্প্রীতি, সহিষ্ণুতা ও ভ্রাতৃত্ববোধ প্রতিস্থাপনের উপর গুরুত্বারোপ করেন।