ঈদ উপলক্ষে বিশেষ লঞ্চ সার্ভিস শুরু ২৩ জুন।

রবিবার ঃঃ ০৪.০৬.২০১৭
ঈদুল ফিতর উপলক্ষে ২৩ জুন থেকে লঞ্চের বিশেষ সার্ভিস শুরু হচ্ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা বিআইডব্লিউটিসি ও বেসরকারি ১০-১২টি প্রতিষ্ঠান বিভিন্ন অভ্যন্তরীণ রুটে এ সার্ভিস দেবে। আজ বিআইডব্লিউটির যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্ষা মৌসুম হওয়ায় এবারের ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তার বিষয়টিও বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সদরঘাটের নিয়মিত যাত্রী ছাউনির পাশাপাশি ঘাটের চতুর্থ তলায় যাত্রীদের বিশেষ সুবিধার জন্য ১৪ হাজার ৫০০ স্কয়ার ফুট আয়তনের আরো একটি কক্ষ চালু হচ্ছে। এতে কয়েক হাজার যাত্রী অবস্থান করতে পারবে। এ ছাড়া থাকবে বিশেষ কেবিনের ব্যবস্থা।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …