শনিবারঃ ১২.০৮.২০১৭
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য আগামী ১৮ আগস্ট থেকে শুরু হচ্ছে বাসের অগ্রিম টিকিটি বিক্রি। বিষয়টি নিশ্চিত করেছেন বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সোহাগ পরিবহনের ম্যানেজিং ডিরেক্টর ফারুক তালুকদার সোহেল। অপর দিকে রেল সূত্র জানিয়েছে, রেলওয়ের আগাম টিকিটি বিক্রি শুরু হবে ১৯ আগস্ট থেকে। আর ফিরতি টিকিটি বিক্রি হবে ২৫ আগস্ট থেকে। এ ব্যাপারে আগামী ১৭ আগস্ট রেলভবন সম্মেলন কক্ষে ঈদ প্রস্তুতি নিয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক।