বুধবার:: ৩০.০৮.২০১৭
আইজিপি এ কে এম শহীদুল হক বলেছেন, রাস্তায় বড় কোনো সমস্যা নেই, কোথাও যানজট নেই। মানুষের যে ভোগান্তি ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় থাকবে-সে ধরণের পরিস্থিতি এখন পর্যন্ত হয়নি। আমরা সকলে মিলে কাজ করছি। আশাকরি, আগামী দুইদিনও সমস্যা হবে না। এছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলে এলপিজি গ্যাসের সংকট মেটাতে আজ থেকে ঈদের ছুটিতেও মহাসড়কে এলপিজি গ্যাস বহনকারী গাড়ি চলবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান। আজ দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় পুলিশ কন্ট্রোলরুমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।