শুক্রবার ঃঃ ২৪.০৩.২০১৭
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, আলেমদের ইসলামী শিক্ষার উন্নতির পাশাপাশি আধুনিক শিক্ষা অর্জনের প্রয়োজন। আর এতে করে তারা শুধু আলেমের মধ্যেই সীমাবন্ধ থাকবেন না, তারা সচিব, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার হয়ে উঠবেন। দেশ পরিচালনা করবেন। আজ রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির অডিটরিয়ামে বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘ফাজিল অনার্স শিক্ষার মান উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ছেলে-মেয়েরা যাতে বিপদগামী না হয়, সেজন্য শিক্ষক ও অভিভাবকসহ সমাজের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।