বৃহস্পতিবার :: ১৯.০৪.২০১৮
আজ দুপুরে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাযিল প্রথম ও দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়নত্রক স্বাক্ষরিত পত্রে জানা গেছে, দেশের ২শ’ ৯৪টি পরীক্ষা কেন্দ্রে মোট ৭৬ হাজার ৯শ ৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ১ম বর্ষে ৩৯ হাজার ৭শ’ ৫১ পাসের হার ৯১ দশমিক ৮৪ এবং ২য় বর্ষে ৩১ হাজার ৮শ’ ৩২ জন পাসের হার ৯৪ দশমিক ৫। উল্লেখ্য গত ১৩ ডিসেম্বর তারিখ পরীক্ষা শুরু হয়ে চলতি বছরের ১৭ জানুয়ারী শেষ হয়।