ইসলামিক মিশনে ইসলামিক ফাউন্ডেশন এর ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী

বৃহস্পতিবার :: ২২.০৩.১৮

চাঁপাইনবাবগঞ্জের পলশায় ইসলামিক মিশনে ইসলামিক ফাউন্ডেশন এর ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদর উপজেলার পলশায় অবস্থিত পলশা ইসলামিক মিশন এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির আয়োজন করে ইসলামিক মিশন, ইসলামিক ফাউন্ডেশন পলশা চাঁপাইনবাবগঞ্জ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের। অনুষ্ঠানে সিনিয়র প্রোগ্রাম অফিসার এ.জে.এম সিরাজুম মুনীরের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা খাতুন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিব হোসেনসহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ইসলামিক মিশনের সহকারী শিক্ষক এমদাদুল হক। প্রধান অতিথির বক্তব্যে, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের বলেন, ছাত্র-ছাত্রীদের আদর্শ মানুষ হিসেবে গড়ার জন্য কাজ করছে ইসলমিক মিশন।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …